ঈষ্টপ্রাণ দাদা ও মায়েরা ,
১৯৫২ খ্রিস্টাব্দের ১৬ই নভেম্বর ৩০শে কার্তিক ১৩৫৯ বঙ্গাব্দে সোমবার ভুবনপাবন , পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলা ও বিহারের (বর্তমান ঝাড়খণ্ড) সংযোগস্থলে, তাঁর একান্ত ঈস্পিত, শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়,বঙ্গমাগধ,গঙ্গাদারোয়া ইত্যাদি বহুমুখি পরিকল্পনার বাস্তবায়নের উদ্দেশ্যে উপযুক্ত জমির সন্ধানে, সশরীরে ভক্তবৃন্দসহ হরিপুরে শুভাগমন করেন ।
পরবর্তীকালে আমরা তাঁরই দয়ায় সেই হরিপুরেই প্রয়োজনীয় জায়গার বেশ কিছু পরিমাণ জমি সংগ্রহ করতে পেরেছি ।শ্রীমন্দির সহ অতিথিশালা, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ইত্যাদি নির্মাণের কাজ শুরু হয়েছে ।
একাকী এই বিরাট পরিকল্পনা সম্ভব নয় তাই সবার স্বতঃস্ফূর্ত সাহায্য প্রার্থনা করি ।
অর্ঘ্যাদি গ্রহন করা হবে ব্যাঙ্কে ও অনলাইনে
THAKUR ANUKUL CHANDRA SATSANG MISSION SADHANPITH
A/C- 918020056316175
IFSC- UTIB0001131
AXIS BANK LTD



330 total views, 2 views today
হ্যাঁ দাদা !আছি তো ,আসছেন ত ,কথা হবে ,আপনার হাতে কিছু দেবার চেষ্টায় রইলাম !
Joy Guru. I am Arghya Adhikari. I am disciple of Shree Shree Thakur Anukul Chandra. I am so happy to get this way to change my life forever. Thanks to all and Joy Guru to all.
দাদা প্রণাম নেবেন 🙏 ।ঠাকুরের একান্ত ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামান্য হলেও চেষ্টা করবো । জয় গুরু 🙏